Right People for Right Company

Category Finalization

 

আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বর্তমানে আমাদের ওয়েবসাইটে জব সিকার হিসেবে রেজিস্ট্রেশন সংখ্যা বাড়ছে। এর মধ্যে আমরা আমাদের অপারেশন প্রসিডিওরে সামান্য চেঞ্জ এনেছি। এর ফলে আমরা ক্যান্ডিডেট সিলেকশনে আরও ভালো ভাবে কাজ করতে পারবো এবং আপনাদের যেনো কোম্পানি গুরুত্ব দেই তা নিয়ে কাজ করতে পারবো।

 

পুর্বে আমাদের জব সিকার রেজিস্ট্রেশন হিসেবে যে ফি নির্ধারণ করা হয়েছিল তা এক বছরের জন্য ছিল। এখন আমরা এখানে সামান্য চেঞ্জ এনেছি যা আপনাদের জন্য অনেক সহজ হবে। এখন থেকে যে সকল ফলোয়ার আমাদের ওয়েবসাইটে জব সিকার হিসেবে রেজিস্ট্রেশন করতে চাইবে তাদের জন্য ওয়ান টাইম রেজিষ্ট্রেশন ফি দিতে হবে। তার মানে হলো, আপনি যদি আজকে জব সিকার হিসেবে রেজিস্ট্রেশন করেন এবং আমাদের মাধ্যমে আপনার জব হয়ে যায় তাহলে সেইদিনই আপনার রেজিস্ট্রেশন ক্যান্সিল হবে।

 

আরও সহজ ভাবে বলতে হলে বলতে হয়, ধরুন আপনি আজকে আমাদের জব সিকার রেজিস্ট্রেশন প্রসিডিওর অনুযায়ী রেজিস্ট্রেশন করে আমাদের ওয়েবসাইটে প্রোফাইল রাখলেন। এরপর আপনার প্রোফাইল আমাদের ওয়েবসাইটের সকল কোম্পানির সামনে ওপেন হয়ে যাবে এবং যেই দিন আপনার চাকরি কনফার্ম হবে সেইদিন আপনার রেজিস্ট্রেশন ক্যান্সিল হবে। এরপর আপনি চাইলে পুনরায় রেজিস্ট্রেশন করতে পারেন তবে ফি বাধ্যতামূলক।

 

আমাদের সাকসেস স্টোরি হিসেবে বলতে গেলে বলতে হয়, আপাতত ০৯ জন রেজিস্টারড ক্যান্ডিডেট জব পেয়েছেন। আমরা আরও অনেক জনকে সাহায্য করতে পারতাম। তাছাড়া আমাদের কাছে জব রিকোয়ারমেন্ট থাকলেও রেজিস্ট্রারড ক্যান্ডিডেট না থাকায় আমরা কোম্পানিকে ক্যান্ডিডেট দিতে পারি না।

AIM Executive Search BD AIM Executive Search BD AIM Executive Search BD



Similler Articles

AIM Executive Search BD
How to build a strong CV
AIM Executive Search BD
Bangladeshi CV
AIM Executive Search BD
FANCY CV