AIM EXECUTIVE SEARCH BD তে জব শিকার হিসাবে আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশ ও বিদেশের জব মার্কেট নিয়ে আমি একটা ভিন্নধর্মী কন্সেপ্ট ডেভেলপ করার চেষ্টা করছি। এই কনসেপ্ট বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী না। এখানে অনেক বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আর ক্যান্ডিডেটকে কোম্পানির সামনে তুলে ধরা হচ্ছে।
যেহেতু সিভি কালেক্ট করার জন্য আমি এই কনসেপ্ট ডেভেলপ করা হচ্ছে না সেহেতু আমাদের স্ক্রীনিং প্রসেস ছাড়া কাউকেই ওয়েবসাইটে একসেস দেওয়া হয় না। আমাদের এই ওয়েবসাইটে যে সকল ক্যান্ডিডেটদের প্রোফাইল থাকবে শুধুমাত্র তারাই সকল দেশি বিদেশী জব সার্কুলার দেখে আবেদন করতে পারবে এবং দেশি বিদেশী রেজিস্টার কোম্পানি শুধুমাত্র তাদের প্রোফাইল দেখতে পারবে।
আমার এই কনসেপ্ট অনুযায়ী আপাতত 402 টি কোম্পানি রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলেছে ইতিমধ্যেই। আপনারা চাইলেই রেজিস্টার কোম্পনি লিস্ট আমার ওয়েবসাইট-এ দেখতে পারবেন। শুধু তাই না এখানে বিদেশী কোম্পানির লিস্টও দেখতে পারবেন। আমার প্ল্যান অনুযাযী বাংলাদেশের সব কোম্পানিকে এখানে এক্সেস দেওয়া।
আমাদের এখানে 402 টা কোম্পানি রেজিস্ট্রেশন করলেও ক্যান্ডিডেট এর আগ্রহ অনেক কম। তার একটাই কারণ হলো, আপনারা অভ্যস্ত না। আপনারা এতদিন যে প্র্যাক্টিস করে এসেছেন তার সম্পূর্ণ ভিন্ন একটা মডেল আমার এই কনসেপ্ট। আমি জানি আপনাদের অভ্যস্ত হতে সময় লাগবে তবে অভ্যস্ত হলে আপনাদের জন্যই ভালো হবে। কারণ জব মার্কেট এখন আর আগের মতো নাই। কোম্পানি গুলো অনেক প্রসেস ডেভেলপ করে ফেলেছে।
এতোদিন আপনারা চাকরি খোঁজ করেছেন গোপনে। আপনাদের সবার সিভি বিভিন্ন জব ওয়েবসাইট/ফেসবুক গ্রুপ/এইচ আর গ্রুপ/ লিংকড-ইন/কন্সাল্টেন্টদের কাছে দিয়েছেন। লিংকড-ইনের নতুন অপশন অনুযায়ী ওপেন টু ওয়ার্ক টাইটেল নিজ প্রোফাইলে ট্যাগ করেন। অনেকেই কন্সাল্টেন্টদের সাথে ভালো সম্পর্ক করেন।আবার অনেকেরই স্ট্রং রেফারেন্স থাকে আবার অনেকেরই থাকে না। এইসব টুলসগুলোতে দায়বদ্ধতা/নিয়ম না থাকায় অনেকেই মিসইউজ করে যার জন্য আপনারা যারা কোয়ালিফাইড তারা স্কোপ লস করেন।
আমি যদি এইভাবে বলি তাহলে বলতে হয়, ধরে নেন একটা কোম্পানি সার্কুলার দিলো সেখানে আপনি বেস্ট ক্যান্ডিডেট। আপনি এপলাই করলেন সেই সাথে আরো অনেকেই। দিন শেষে কোম্পানি ১০০০+ সিভি পেলো। কিন্তু অনেক আজে বাজে সিভির জন্য আপনাকে কোম্পানি দেখলো না আর আপনি সেই অপর্চুনিটি মিস করলেন। কিন্তু আমাদের মাধ্যমে এইটা হবে না। আমাদের এখানে ক্যান্ডিডেটদের জন্য অনেক রুলস আছে। এমনকি এপলাই করার জন্যেও রুলস আছে।
===================================================================================
আমার এখানে ক্যান্ডিডেট এর সংখ্যা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো প্রফেশনাল ক্যান্ডিডেট এর। যার জন্য আমি চেষ্টা করেই যাচ্ছি। আমি যদি টাকা ইনকাম করার জন্য এই বিসনেস শুরু করতাম তাহলে এতো প্রসেস, খাটনি, ইন্টারভিউ করতাম না। ফী এর পরিমানও কমিয়ে দিতাম। শুধু টাকা নিতাম আর ইউজার আইডি দিয়েই শেষ করে দিতাম। কিন্তু আমি তা করবো না। আর করবো না বলেই আপনাদের বোঝানোর জন্য লেগে আছি। আমার বিশ্বাস, আপনারা আজকে আমার এই কনসেপ্ট এর গুরুত্ব না বুঝলেও পরে একদিন অবসসই বুঝবেন।
জেনারেল রেজিস্ট্রেশন প্রসিডিওর :
এখানে ৩ টা স্টেপ সবাইকে কমপ্লিট করতে হবে। এখানে অভিজ্ঞতার ভিত্তিতে রেজিস্ট্রেশন ফিস আছে।
Category |
|
Only BD Job Only |
50% Advance |
Front line Sales Officer |
: |
BDT 3,000.00 |
BDT 1,500.00 |
Fresher
|
: : : : : |
BDT 2,500.00 BDT 5,000.00 BDT 5,000.00 BDT 12,000.00 BDT 12,000.00 |
BDT 1,250.00 BDT 2,500.00 BDT 2,500.00 BDT 6,000.00 BDT 6,000.00 |
1 - 5 Years’ Experience |
: |
BDT 15,000.00 |
BDT 7,500.00 |
5+ - 10 Years’ Experience |
: |
BDT 20,000.00 |
BDT 10,000.00 |
10+ -15 Years’ Experience |
: |
BDT 25,000.00 |
BDT 12,500.00 |
15+ Years’ Experience |
: |
BDT 30,000.00 |
BDT 15,000.00 |
*** Registration Fees without VAT & TAX
স্টেপ ১: শুধুমাত্র যারা আগ্রহী তারা আমাকে রিপ্লায় ইমেইল করে জানাবেন যে আমাদের প্রসিডিওর অনুযায়ী রেজিস্ট্রেশন করতে রাজি আছেন এবং উপরের ক্যাটাগরি থেকে আমার ক্যাটাগরি মেনশন করে দিবেন। আপনার ইমেইল পাওয়ার পর আমি আপনাকে আমার Bank একাউন্ট ডিটেলস সেন্ড করবো। আপনি ৫০% অ্যাডভান্স [অফেরৎযোগ্য] আমার Bank একাউন্টে জমা দিয়ে ডিপোজিট স্লিপ এর ছবি আমাকে রিপ্লায় ইমেইলে সেন্ড করবেন ।
স্টেপ ২: আপনার ডিপোজিট করা ৫০% পেমেন্ট পাওয়ার পর আপনাকে স্কাইপে গ্রুপ-এ অ্যাড করবো। সেখানে আমাদের Consulant , আপনি আর আমি থাকবো। আগের নিয়মে একজন কনসালটেন্ট এর সাথে সেশন হতো কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আপনাদেরকে ২ জন কনসালটেন্ট এর সাথে সেশন করতে হবে।একজন HR Head এবং অন্যজন স্পেসিফিক সেক্টরের কনসালটেন্ট এর সাথে। আপনার সাথে ইন্টারভিউ এর সময় আগেই জানিয়ে দেওয়া হবে এবং যে সকল কনসালটেন্ট সেশন নিবেন তাদের প্রোফাইলও আপনাকে দেওয়া হবে। ইন্টারভিউ শেষ হওয়ার পর আপনার জন্য একটা অবসেরভেশন রিপোর্ট আমার কাছে আসবে। সেই রিপোর্ট আসার পর আপনাকে আমার অফিস-এ আসিতে হবে।
স্টেপ ৩: অবসেরভেশন রিপোর্ট আসার পর আপনাকে আমার অফিস-এ আসতে হবে। সেইদিন আপনার অবসেরভেশন রিপোর্ট আপনাকে দেওয়া হবে। যদি পসিটিভ হয় তাহলে আপনাকে বাকি ৫০% পেমেন্ট করতে হবে। তারপর আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে হবে এবং আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ওপেন করে দেওয়া হবে। আর যদি অবসেরভেশন রিপোর্ট নেগেটিভ হয় তাহলে ক্যানসেল করা হবে মানে আপনাকে আমাদের ওয়েবসাইটে একসেস দেওয়া যাবে না। যারা ঢাকার বাহিরে থাকেন তাদের জন্য স্কাইপে এই ফর্মালিটিজ সম্পন্ন করা হবে।
===================================================================================
আমাদের এখানে প্রতিটি ক্যান্ডিডেটকে ৪ ভাবে ফোকাস করার হয়।
১। শর্ট প্রোফাইল: প্রতিটি ক্যান্ডিডেটকে হাইলাইট করার জন্য একটা শর্ট প্রোফাইল রেডি করা আছে যা কোম্পানি দেখতে পারবে। সেই সাথে ৩ ধরনের সিভি এটাচ থাকবে। সিভি গুলো হলো,
---- বাংলাদেশ ফরমেট সিভি: বাংলাদেশ-এর ফরমেট অনুযায়ী এই সিভি আপলোড করবেন। আমরা এখানে সিভি রিভিউ করে দিবো। কোনো ভুল অথবা কারেকশন থাকলে তা আমাদের এক্সপেরিয়েন্সড এইচ আর কন্সুল্যান্ট তা ঠিক করে দিবে।
---- ATS Format সিভি: এইটা বিদেশী স্টাইলে করা। এর সম্পূর্ণ গাইডলাইন আমরা আপনাকে দিবো।
---- Fancy Format সিভি: এইটাও বিদেশী স্টাইলে করা। এর সম্পূর্ণ গাইডলাইন আমরা আপনাকে দিবো।
উপরের এই ৩ ধরনের সিভি আমরা আপনাদের দিয়েই করেই নিবো যা আপনাদের প্রোফাইলে থাকবে আর কোম্পানি চাইলে যে কোনো সিভি ডাউনলোড করে নিবে।
এখানে আরো একটা রিপোর্ট এটাচ থাকবে আর সেটা হলো আপনাদের ইন্টারভিউ স্ক্রীনিং রিপোর্ট। কোম্পানি চাইলে এই রিপোর্টও দেখতে পারে যে, কিভাবে আর কোন কোন বিষয়ে আপনাদের স্ক্রীনিং করা হয়েছে, যিনি করেছেন উনি কে, উনার পরিচয় ইত্যাদি। তাহলে কোম্পানি আপনার কোয়ালিটি সম্পর্কে কন্ফার্ম হয়ে যাবে।